Jump to content
Please ensure regular participation (posting/engagement) to maintain your account. ×
The Bangladesh Defence Analyst Forum

Dark Carnage

Verified Members
  • Posts

    195
  • Joined

  • Last visited

  • Days Won

    9

Everything posted by Dark Carnage

  1. But a port in the southern part is required outside the Chittagong area. If all the ports are in the same region, there will be heavy traffic congestion as there is only one entry point to that region. This will increase the lead time and cost of business. Ultimately it will reduce the 'ease of doing business'. Also the security risk I discussed above.
  2. Following the current demand pattern, BD may not need another deep sea port in next 30 years once Matarbari becomes operational. Also we have several extension projects for Chittagong port. And it would be wise to expand Matarbari instead of constructing another port if demand increases. However, geopolitical situation may force us to have a Chinese-financed port in the country. In that case we should encourage China to invest in Payra instead of Sonadia. Payra, may not be feasible financially due to high siltation rate, will offer another port outside Chittagong-Cox's Bazar axis. In case of any conflict with Myanmar, Payra can be handy. Also, that axis is connected to the other parts of the country via Feni corridor only. If enemy succeeds to cut-off the Feni corridor, the only option left will be Payra as Mongla is too shallow. But adding another port in the same Chittagong-Cox's Bazar axis won't help too much.
  3. Whats wrong with these BSF? Creating unnecessary problems at the boarder for the last few months. Maybe their wine supply has stopped resulting in these type of behavior.
  4. Boat details: Characteristics: Length OA: 14.70 m. Length WL: 13.95 m. Breadth mld: 5.10 m (Overall for wide deck) & 4.74 m (at Waterline for efficiency). Depth mld: 1.50 m. Draught Loaded (Max): 1.00 m. Displacement: Net Wt-13.1 Ton (Light Ship), Gross Wt-17.5 Ton (Max). No of Engines: 02 X 301 BHP Cummins QSB6.7, USA. Gen Set: 02 X 22.5 KW Cummins 27.5MDKBT, USA Max Speed: 16 Knots. Cruising Speed: 12 Knots. Survey Speed: 5 Knots. Endurance at Economic Speed: 415 nm at 12 Knots. Complement: 08 Sensors: 01 X Navigation Radar with multi role display (Japan). 01 X Magnetic Compass (Japan). 01 X GPS receiver (FURUNO). 01 X Echo Sounder (KODEN). 01 X Rudder angle Indicator. 01 X VHF Set (ICOM). 02 X VHF Walkie Talkie Set (ICOM/Motorola). Research and survey equipment: 01 X Hull Mounted Multi-Beam Echo Sounder (USA). 01 X Hull Mounted Single Beam Echo Sounder (USA). 01 X DGPS Receiver (USA). 01 X Sound Velocity Profiler (UK).
  5. This is not true. Yes, some plants are running at a lower capacity but it is never 30%. Even at worst case, the efficiency is around 60-65%. And this case true for the plants which were commissioned before 2010. So this small amount does not affect the total generation capacity so much. According to the BPDB website, as of today, total generation capacity is 19630 MW and derated capacity is 19107 MW which is only 3% less. Event "available capacity" surpassed thetotal demand around 4-5 years ago. The only reason of loadshedding is the poor quality and inability of the transmission and distribution lines. For a long period, power transmission and distribution network was ngelected. Recently, a lot of distribution projects have been taken but most of them will be complete post 2025. No significant plans have been made for the power transmission lines still now. This is creating a bottleneck in the power system. Most of the plants are running at a lower capacity because the transmission and distribution network wouldnot be able to carry so much power. As a result, loadsheddings are still present in the country.
  6. The quick rentals and all other oil-base plants needed to be shut down ASAP. Within next three years, all big power plants (Rooppur, Rampal, Matarbari etc) will be active so all the private plants with the capacity less than 200MW should be shut down gradually. At the same time, a lot of money should be spent on the transmission and distribution network upgradation projects.
  7. Do BD have the balls to do that? Didn't we report them in WTO last year for similar reason? Any knows any update of that?
  8. Country’s biggest power plant starts commercial operation With this, country’s power generation capacity reached to 19,630 megawatts The commercial commissioning of the first unit of the country's largest coal-fired Payra Power Plant project in Patuakhali has officially started at 5.30pm Thursday. Due to pandemic situation, the station started operation without any publicity. With this, country's power generation capacity reached to 19,630 megawatts (excluding captive power). AM Khurshedul Alam, acting managing director of the Bangladesh-China Power Company Limited (BCPCL), the project implementing company, confirmed it to the The Business Standard. The unit with 660 megawatts capacity came into the operation, when country is power saturated. Moreover, increased power generation capacity has now become a burden for the power sector as electricity demand reportedly dropped by 30 percent. Therefore, the plant is likely to become an economic burden for Bangladesh Power Development Board (BPDB) as it will need to pay about Tk 160 crore in capacity charge every month apart from the energy purchase cost. The Payra power plant project, launched in March 2016 following a Bangladesh-China joint venture. Earlier, the BCPCL had a plan to go for the commissioning in the first week of February. The test run of the first phase of the Payra 1,320MW Thermal Power Plant project, delayed by a year, finally started on January 13 this year. However, the outbreak of the deadly coronavirus impeded the commercial commissioning of the country's largest coal-fired power plant project in Patuakhali. The plant's two units are expected to generate 1,320MW power once the project is completed.
  9. Bangladesh plans Tk 2 trillion development budget for FY21 amid virus crisis The government has drafted an Annual Development Programme to the tune of more than Tk 2.05 trillion for 2020-21 fiscal year amid the coronavirus crisis. The Planning Commission cleared the draft in a meeting presided over by Planning Minister MA Mannan on Tuesday, Planning Secretary Md Nurul Amin said. It will be presented at the National Economic Council meeting, to be chaired by Prime Minister Sheikh Hasina, for final approval on May 19. Citing the draft, the secretary said the government was planning to finance Tk 1.34 trillion, or around 66 percent, from domestic sources and the rest from foreign funds. For the health sector, the draft ADP has proposed an allocation of Tk 130.33 billion, according to a top official at the Planning Commission. The amount was around Tk 101.1 billion in the revised development budget for the current fiscal year. The draft ADP sets aside the highest allocation for the transport sector – Tk 521.83 billion, followed by Tk 248.03 billion for the power sector and Tk 234.39 billion for education. The agriculture sector is going to get Tki 84.24 billion for development once the ADP is passed. The allocation for autonomous organisations and corporations has been proposed at Tk 94.66 billion. It was around Tk 124 billion in the current ADP. The original ADP for the current fiscal year was Tk 2.02 trillion in size before it was revised down to around Tk 1.93 trillion in March. The COVID-19 crisis has put the brakes on the implementation of the ADP by the end of this fiscal year with most parts of the world, including Bangladesh, on lockdown.
  10. @Hasnat Shahriyar Nahin already two threads are running on this topic. It would be better to use them instead of openning new thread.
  11. As per SIPRI, two more Diamond DA40 are on order- They are also telling, army received total 36 Nora B-52s- Is that true?
  12. বাংলাদেশে উচ্চ প্রযুক্তির অস্ত্র বিক্রিতে আগ্রহী ইউরোপের দেশগুলো মিলিটারি ফোর্সেস গোল ২০৩০ ভিশন অর্জনের জন্য সামরিক বাহিনীর আধুনিকায়ন করছে সরকার। এর অংশ হিসেবে বিভিন্ন রাষ্ট্র তাদের কাছ থেকে আধুনিক অস্ত্র কেনার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। তাদের রাজনৈতিক নেতারাও ঢাকা সফর করছেন। সর্বশেষ গত সোমবার (মার্চ ৯) ঢাকা সফরে আসেন ফ্রান্সের সামরিক মন্ত্রী ফ্লোরেন্স পারলি। এর আগে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্স এসিস্ট্যান্ট সেক্রেটারি র্যাইন্ডল জি শ্রাইভার ঢাকা সফর করেন। কারণ, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে উচ্চ প্রযুক্তির হেলিকপ্টার কিনতে আগ্রহী। বিক্রেতা এসব দেশ উচ্চ প্রযুক্তির অস্ত্র বিক্রির বিষয়ে আলোচনা এগিয়ে নিতে সামরিক সহযোগিতা সংক্রান্ত চুক্তি করার প্রস্তাব দিয়েছে। বিক্রেতা দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, জোট হিসেবে যুক্তরাজ্য-জার্মানি-স্পেন-ইতালি। এ বিষয়ে জানতে চাইলে সদ্য অবসরে যাওয়া পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, ‘একটি দেশ যখন উন্নত হয় তখন সব বিষয়ে একই সঙ্গে সমন্বিতভাবে অগ্রসর হতে চায়। অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, সামরিক সক্ষমতাসহ সব বিষয়েই উন্নতি হয়ে থাকে। কারণ, এটি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত। সম্পূর্ণভাবে অর্থনৈতিক উন্নয়নের পরে সামরিক সক্ষমতা বৃদ্ধির দিকে নজর দেওয়া হবে বা একটার পরে আরেকটি হবে, বিষয়টি এরকম না।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে বাংলাদেশ দারিদ্র্য নিরসন, অবকাঠামো তৈরি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণসহ সবদিক থেকে অভূতপূর্ব উন্নতি করেছে এবং সামরিক সক্ষমতা এদিক থেকে পিছিয়ে থাকতে পারে না। শুধু তা-ই না, পদ্মা ব্রিজের মতো বৃহৎ প্রকল্পও বাংলাদেশ নিজস্ব অর্থায়নে করছে।’ অস্ত্র বিক্রিকারী দেশের তালিকা তিনি বলেন, ‘সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সরকারের দীর্ঘমেয়াদি চিন্তা আছে। আমরা যেসব অস্ত্র কিনি তার একটি বড় অংশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ব্যবহার করা হয়।’ বাংলাদেশ সবচেয়ে বেশি চীনের কাছ থেকে কেনে, যা দামে তুলনামূলক কম। এর বিপরীতে উন্নত বিশ্বের পণ্যের মান ভালো, কিন্তু দাম বেশি। এ বিষয়ে জানতে চাইলে শহীদুল বলেন, ‘শুধুমাত্র দামের বিবেচনায় অস্ত্র কেনা হয় না। এর সঙ্গে আরও অনেক বিষয় জড়িত থাকে।’ কী কী বিষয় জড়িত থাকে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাংলাদেশে ওই অস্ত্র কার্যকর কিনা, জাতিসংঘের কাজে ব্যবহার করা যাবে কিনা, দাম, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটসহ আরও অনেক বিষয়।’ ভূ-রাজনীতি অস্ত্র ক্রয়ে কী ভূমিকা রাখে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিটি বিষয়ই ভূ-রাজনীতিতে প্রভাব রাখে। আমরা চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্সসহ অন্যান্য অনেক দেশ থেকে অস্ত্র কিনে থাকি।’ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) গবেষণা অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত বাংলাদেশ প্রায় ৩৫০ কোটি ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনেছে। এরমধ্যে চীনের কাছ থেকে কিনেছে ২৬০ কোটি ডলারের। এরপরে রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র এবং এদের কাছ থেকে অস্ত্র ক্রয়ের পরিমাণ যথাক্রমে ৪৫ কোটি ও ১১ কোটি ডলার। ওই সময়ের মধ্যে বাংলাদেশ ১৪৬ কোটি ডলার মূল্যের জাহাজ, ৯৪ কোটি ডলারের সাজোঁয়া যান, প্রায় ৬০ কোটি ডলারের বিমান ও ২১ কোটি ডলারের মিসাইল কিনেছে।
  13. @Darth Nihilus see why I am against the construction of any new power plant- পায়রা পুরোদমে চালু হলে বন্ধ রাখতে হবে ছোট বিদ্যুৎকেন্দ্রগুলো পটুয়াখালীতে এবছরই পুরোদমে চালু হবে দেশের সবচেয়ে বড় পায়রা বিদ্যুৎকেন্দ্র। দু’টি ইউনিটের মধ্যে এরই মধ্যে একটি ইউনিট পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসার কথা চার মাস পর। সব মিলিয়ে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদনক্ষমতা দাঁড়াবে ১৩২০ মেগাওয়াট। পুরোদমে কেন্দ্রটি চালু হলে খুলনা ও বরিশালের সব বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পিডিবি সূত্রে জানা গেছে, খুলনা ও বরিশালে এখন মোট বিদ্যুৎকেন্দ্র রয়েছে ১৬টি। এর মধ্যে খুলনায় ১০টি, বরিশালে ছয়টি। এছাড়া কুষ্টিয়ার ভেড়ামারা দিয়ে প্রতিদিন এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানি করা হচ্ছে। এর বাইরে বাগেরহাটের রামপালে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আগামী ডিসেম্বরে উৎপাদনে আসার কথা রয়েছে। প্রসঙ্গত, করোনা ভাইরাসের জন্য পায়রা বিদ্যুৎকেন্দ্রে কাজ করা চীনের প্রকৌশলীরা বাংলাদেশে এখনও আসতে পারেননি। তারা কবে আসতে পারবেন তাও জানা যায়নি। এ কারণেই দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু করা যায়নি। খুলনা জোনে মোট ১০ বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ভেড়ামারায় ৬০ ও ৪১০ মেগাওয়াট, ফরিদপুরে ৫০ মেগাওয়াট, গোপালগঞ্জে ১০০ মেগাওয়াট, খুলনায় ২২৫ ও ১১৫ মেগাওয়াট, নোয়াপাড়ায় ১০০ মেগাওয়াট, রূপসায় ১০৫ মেগাওয়াট, মধুমতিতে ১০৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্র ছাড়াও ভেড়ামারা সাবস্টেশন দিয়ে ভারত থেকে আসছে ১০০০ মেগাওয়াট। ফলে এই জোনের বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদনক্ষমতা ২ হাজার ৩২৮ হলেও এখন বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ২ হাজার ৩১৪ মেগাওয়াট। যদিও এখন সেখান থেকে চাহিদা অনুযায়ী মাত্র ১ হাজার ৪৩৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে ৮৯৫ মেগাওয়াট বিদ্যুৎ অলস পড়ে আছে। বরিশাল জোনের ছয়টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে আছে বরিশালে ৪০ ও ১১০ মেগাওয়াট, ভোলায় ৩৩, ২২৫ ও ৯৫ মেগাওয়াট। এই কেন্দ্রগুলোর বর্তমান উৎপাদনক্ষমতা ৪৬২ মেগাওয়াট। কিন্তু গ্রিডে দেওয়া হয় মাত্র ২৫০ মেগাওয়াট। অর্থাৎ এখনই বিদ্যুৎ পড়ে থাকে ২১২ মেগাওয়াট। পিডিবির প্রতিদিনের চাহিদার হিসাব অনুযায়ী খুলনা ও বরিশাল জোনের বিদ্যুতের চাহিদা যথাক্রমে ১ হাজার ১০৩ এবং ২৩৯ মেগাওয়াট। ফলে সবমিলিয়ে দুই জোনের ১৬টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা এখন ২ হাজার ৭৭৬ মেগাওয়াট। এর বিপরীতে মোট চাহিদা ১ হাজার ৩৪২ মেগাওয়াট। এই অবস্থায় পায়রা বিদ্যুৎকেন্দ্রের দু’টি ই্উনিট চালু হলে এই বাড়তি বিদ্যুৎ যদি অন্য এলাকা সরবরাহ করা না যায় তাহলে হয় পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হবে নইলে ওই এলাকার প্রায় সব বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার মতো পরিস্থিতি তৈরি হবে। এ বিষয়ে জানতে চাইলে পাওয়ার সেলের মহাপরিচালক মোহম্মদ হোসেইন বলেন, ‘পায়রা চালু হলে ছোট ছোট বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। যেহেতু সে এলাকায় চাহিদা কম সেহেতু একটি বড় কেন্দ্র চালু হলে ছোট কেন্দ্রগুলোর আর প্রয়োজন হবে না।’ পায়রার বিদ্যুৎ সঞ্চালনে দু’টি সঞ্চালন লাইন করা হচ্ছে। একটি পটুয়াখালী (পায়রা) থেকে গোপালগঞ্জ পর্যন্ত ১৬০ কিলোমিটারের ৪০০ কেভির ডাবল সার্কিট লাইন। অন্যটি পায়রা-পটুয়াখালী ২৩০ কিলোভোল্টের (কেভি) ৪৭ কিলোমিটারের লাইন। এর মধ্যে গোপালগঞ্জ পর্যন্ত লাইনটি চালু হয়েছে। এই লাইনের মাধ্যমে পায়রা হতে পটুয়াখালী সদর-বরগুনা-ঝালকাঠি-বরিশাল-মাদারীপুর হয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় নবনির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে সংযুক্ত হয়েছে। কিন্তু এই দুই সঞ্চালন লাইনের মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলেই বিদ্যুৎ দেওয়া যাবে। এর বাইরে দিতে হলে আলাদা সঞ্চালন লাইন করতে হবে বলে সংশ্লিষ্টরা জানান।
  14. See, why not have a single device instead of three? Outside professional sphere, smartphones can serve you enough. A lot people used to use PC or laptops for the same purpose
  15. বাংলাদেশ সেনা ও নৌবাহিনী, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষায়িত ফোর্সের অংশগ্রহণে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সম্মিলিত মহড়া ‘থান্ডার ফিস্ট’ অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো, নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াড্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের অংশগ্রহণে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সম্মিলিত মহড়া ‘থান্ডার ফিস্ট’ ((EX THUNDER FIST)। ২৪ দিনব্যাপী আয়োজিত এ মহড়ায় সন্ত্রাসবাদ দমনে হোস্টেজ রেসকিউ অপারেশান, সন্দেহজনক জাহাজে সার্চ ও সিজার অপারেশান, ইও ডি ও ডেমোলিশান বিষয়ক প্রশিক্ষণ, অত্যাধুনিক অস্ত্র প্রশিক্ষণ এবং কমব্যাট মেডিকেল বিষয়ে প্রশিক্ষণ অন্তভূক্ত ছিল। বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত কমান্ডো ফোর্স সোয়াড্স, সেনাবাহিনীর প্যারা কমান্ডো, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের মধ্যে পারস্পরিক বিশেষ অভিযান পরিচালনার সক্ষমতা এবং এ সংক্রান্ত বিষয়ে পেশাগত জ্ঞান ও দক্ষতা বিনিময় ছিল এ মহড়ার প্রধান লক্ষ্য। মহড়ার সমাপনী অনুষ্ঠান আজ মঙ্গলবার (১০-০৩-২০২০) চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস ঘুুাটি বানৌজা নির্ভীকে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর. মিলার (Earl R. Miler), সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল (Rear Admiral M Shaheen Iqbal), ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল (Javed Patel) উপস্থিত ছিলেন। এছাড়া মহড়ায় অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সেনা ও নৌবাহিনীর বিশেষায়িত ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিগণ সফলভাবে মহড়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং এ ধরণের মহড়ার আয়োজন সম্মিলিত সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে বিশেষ ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
  16. But you can't carry them everywhere and smartphones are more user friendly
  17. Even our Navy doesn't use such advanced warships till now. if you strip off all the weapons, the ship still has the state-of-the-art sensors and electronics. Even the design itself is revolutionary not only for BD but in the whole region. Besides, there is the cost factor.
  18. France for more int'l pressure on Myanmar for Rohingya repatriation The French minister also said her country will continue to support to Bangladesh on the Rohingya issue Visiting French Minister of Armed Forces Florence Parly today put emphasis on mounting more international pressure on Myanmar to take back its Rohingya nationals from Bangladesh. In a meeting with Prime Minister Sheikh Hasina at the Prime Minister's Office here this morning, the French minister also said her country will continue to support to Bangladesh on the Rohingya issue. "The international community should create more pressure on Myanmar for repatriation of its citizens from Bangladesh," PM's Press Secretary Ihsanul Karim quoted her as saying while briefing reporters after the meeting. The press secretary said that the French minister highly appreciated Bangladesh for handling the Rohingya crisis efficiently. "Our support to Bangladesh on the issue will continue," the press secretary quoted her as saying. Noting that there are similarities on many issues with Bangladesh, Florence Parly said both the countries are working together in many sectors across the globe, especially in the peacekeeping missions. She expressed her country's keen interest to impart training to the students of Bangabandhu Sheikh Mujibur Rahman Aviation and Aerospace University. In reply, the prime minister expressed satisfaction over the existing cooperation between Bangladesh and France in military sector and stressed the need for boosting cooperation in the field. "We'll be happy to see more cooperation with France in this sector," she added. Sheikh Hasina said her government has given highest priority to the training in defense sector. Talking about Bangabandhu Satellite-1 which was developed by French company Thales Alenia Space, the French minister informed Sheikh Hasina that it was working as expected. In reply, the premier said as the lifetime of the satellite is 15 years, the government would go for launching Bangabandhu Satellite-II. At the meeting, both the prime minister and the French minister also discussed the coronavirus situation in their respective countries and the world. Sheikh Hasina informed the French minister that three Bangladeshis have been detected with coronavirus (COVID-19) and of them two have returned from Italy. "All of the three infected persons have been isolated and kept at the hospital for treatment," she said. Regarding the celebration of the birth centenary of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, the premier said it will be celebrated in a different way considering the prevailing situation across the world Bangladesh caused by the coronavirus outbreak. Sheikh Hasina recalled with profound gratitude the support of French government, its people and leading intellectuals including renowned novelist Andre Malraux during the Liberation War of Bangladesh. PM's Principal Secretary Dr Ahmad Kaikaus, Principal Staff Officer of Armed Forces Division Lieutenant General Mohammad Mahfuzur Rahman, Defence Secretary Abdullah Al Mohsin Chowdhury and French Ambassador to Bangladesh Jean-Marin SCHUH, among others, were present at the meeting.
  19. I don't think navy will buy any more 2nd hand frigates or patrol vessels. The 2nd batch of Type-053H3 is most probably the last batch of off-the-shelf frigates for BN. It would be best if BN bought the Maestrale class instead of Type-053H3s.
  20. I don't think they are for coast guard. May be these are for fire service.
×
×
  • Create New...